রায়পুরে নিত্যপন্যের বাজারে ইউএনও, জরিমানা আদায়

Spread the love

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের রায়পুরে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী রায়পুরের ইউএনও ও পৌরপ্রশাসক ইমরান খান সরজমিন নেমে আসেন নিত্যপন্যের বাজারে।মনিটরিংকালে অত্যাবশ্যকীয়, ভোগ্যপণ্যের যৌক্তিক মুনাফা, দাম নির্ধারণ, মূল্য তালিকা সংরক্ষণ, প্রদর্শনে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। সড়কে যত্রতত্র যানবাহন হতে লোডিং-আনলোডিংয়ের কারণে মোবাইল কোর্টে ৬টি মামলায় ২০ হাজার ৫’শ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। শহরে ফুটপাত ও রাস্তা দখল হওয়ার কারণে তীব্র যানজট লেগে থাকে প্রতিনিয়ত। ব্যবসায়ী ও ফুটপাত দখলদারদের সতর্ক করা হয়। এসময় আর্মি ক্যাম্প ইনচার্জ, ছাত্র সমন্বয়ক, সাংবাদিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ গনমান্যরা উপস্থিত ছিলেন।

রায়পুরের ইউএনও ইমরান খান বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে আজ রায়পুর বিভিন্ন বাজার মনিটরিং করা হয়। এ সময় অত্যাবশ্যকীয়, ভোগ্যপণ্যের যৌক্তিক মুনাফা, দাম নির্ধারণ, মূল্য তালিকা সংরক্ষণ, প্রদর্শনে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। সড়কে যত্রতত্র যানবাহন হতে লোডিং-আনলোডিংয়ের কারণে মোবাইল কোর্টে ৬টি মামলায় ২০ হাজার ৫’শ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। শহরে ফুটপাত ও রাস্তা দখল হওয়ার কারণে তীব্র যানজট লেগে থাকে প্রতিনিয়ত। ব্যবসায়ী ও ফুটপাত দখলদারদের সতর্ক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *