লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের ডিজিএমসহ অপর কর্মকর্তা ২দিনের রিমান্ডে

Spread the love

প্রদীপ কুমার রায়:

পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) দুই কর্মকর্তাকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার এস কে শাকিল আহমেদ।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার পরিদর্শক আশিকুর রহমান দেওয়ান ১০ দিনের করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষ জামিনের ঘোর বিরোধিতা করে সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করেন।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে এই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া এদিন দুপুরে এসব মামলায় ওই দুই কর্মকর্তা ছাড়াও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) আরও ছয় কর্মকর্তাকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৭ অক্টোবর বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় রাষ্ট্রদ্রোহ ও সাইবার নিরাপত্তা আইনে দুটি মামলা দায়ের করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড খিলক্ষেত থানার পরিচালক প্রশাসন মো. আরশাদ হোসেন।

অভিযোগে বলা হয়, গত ২৮ জানুয়ারি থেকে বিভিন্ন পল্লীবিদ্যুৎ সমিতির কতিপয় বিপথগামী কর্মকর্তা কর্মচারী পরস্পর যোগসাজশে জরুরি সেবা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার দেশীয় ও আন্তর্জাতিক চক্রের সাথে জড়িত। অভিযুক্তরা অযৌক্তিক দাবিতে আন্দোলন ও কর্মবিরতির নামে বিদ্যুৎ খাতকে অচল করে দিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যর্থতা ও জনমনে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করার মাধ্যমে সরকারকে চরমভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়। যা দেশদ্রোহীতার শামিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *