রায়পুরে সাত জেলের কারাদণ্ড

Spread the love

প্রদীপ কুমার রায় :

নিষিদ্ধ সময়ে মাছ শিকার করার অপরাধে লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে সাত জেলের কারাদণ্ড, ৭টি নৌকাসহ প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা উপকূলীয় এলাকার চান্দার খাল এলাকায় মাঝ রাতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহেদ আরমান।

অভিযান পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ এবং মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দন্ডনীয় অপরাধ। এই নিষিদ্ধ সময়ে নদীতে মাছ শিকার করায় আনুমানিক প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় সাতটি ইলিশ মাছ ধরার নৌকা আটক করে সাত জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খাঁন বলেন, মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *