প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৪, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ণ
রায়পুরে ঘাতক ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ!
লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের চৈতাইল্যা দিঘির পাড় নাম স্থানে ট্রাক চাপায় নিহত হয়েছে মুসা নামের ৪ বছরের একটি শিশু। নিহত মুসা সোনাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ হায়দার আলী বেপারি বাড়ির আক্তার ও ফাতেমা দম্পতির সন্তান।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আনুমানিক সকাল ৮ টার দিকে লক্ষ্মীপুর থেকে একটি দ্রুতগামী ট্রাক (চট্র মেট্রো-ট ১১-৭৮৯৩) মাল বোঝাই করে রায়পুর অভিমুখে যেতে থাকলে চৈতাইল্যা দিঘির পাড় নামক স্থানে রাস্তা পারাপারের সময় মুসা (৪) নামের শিশুটি ঘাতক ট্রাকের চাপায় প্রাণ হারায় সে।
সড়কের সাথে থেতলে যায় তার পুরো দেহ! দুর্ঘটনার সাথে সাথেই স্থানীয়রা ট্রাকটিকে আটক করলে ততোক্ষণে পালিয়ে যায় চালক।
রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) আমির হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহের অবস্থা খুবই ভয়াবহ দেখে স্থানীয়দের অনুরোধে পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2024 Amardarpon.com