লক্ষ্মীপুরে অসহায় পরিবারের পাশে সেনাবাহিনী

Spread the love

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের সদর, কমলনগর, রায়পুর উপজেলার বিভিন্ন এলাকার গরিব অসহায় ৮ পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে প্রতি পরিবারের জন্য ৪ বান করে ঢেউটিন ও নগদ ৪ হাজার টাকা করে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন ইশতিয়াক।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শুরু থেকেই বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষেরা এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি।

এর পূর্বে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ঢেউটিন, ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত কৃষককে ও বন্যার্ত পরিবারকে ধানের চারা ও সরিষার বীজ সহায়তা দেওয়ার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে সেনাবাহিনী।

মোছা: রেহেনা বেগম বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, আমার মতন নিঃস্ব মানুষগুলোর পাশে দাড়াঁবার জন্য। অন্যদিকে টিন ও টাকা পেয়ে খুশিতে আত্মহারা রেহেনা বেগম। এজন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

টিন পেয়ে কোহিনুর বলেন, ‘আজকে আমি বহু খুশি। আসলে এইভাবে আমাদের কেউ টিন উপহার দেবে তা কোনোদিন ভাবিনি। আল্লাহ তাদের ভালো করুক।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মো. আব্দুল হক ও অন্যান্য সেনা সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *