রায়পুরে বিরল প্রজাতির ধূসর হনুমান

Spread the love

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে একটি ধূসর রঙের হনুমান ধরা পড়েছে। হনুমানটি এখন উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের উত্তর গাইয়ারচর এলাকার শ্রীবাস চক্রবর্তীর হেফাজতে রয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে শ্রীবাস চক্রবর্তী জনকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পের হাট বাজারে হনুমানটি দেখা যায়। তখন ঘটনাস্থলে কয়েকজন তাকে মারধরের চেষ্টা করে। এক পর্যায়ে হনুমানটি গিয়ে শ্রীবাসের কোলে উঠে। পরে তিনি তাকে বাড়িতে নিয়ে যান। শ্রীবাস জানান, হনুমানটি ক্ষুধার্ত ছিল। বাড়িতে এনে তাকে খাবার খাওয়ানো হয়েছে। মানুষজনও এখন তাকে দেখতে আসে। খাবারও দেয়। সে এখন ভালো ও নিরাপদে আছে। এ অঞ্চলে এর আগে কোনো হনুমান দেখা যায়নি। বন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

শ্রীবাসের মেয়ে তিশা চক্রবর্তী বলেন, কয়েকজন লোক হনুমনাকে মারছিল। তখন বাবা দেখে তাকে বাড়িতে নিয়ে আসে। এখন সে আমাদের বাড়িতে আছে। মানুষজনও তাকে দেখতে আসছে।

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন, শ্রীবাস নামে এক ব্যক্তি হনুমান উদ্ধারের বিষয়টি আমাকে জানিয়েছে। এখন হনুমানটি তার হেফাজতে রয়েছে। দলছুট হয়ে হনুমানটি ঘটনাস্থল চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *