মিজানুর শামীম :
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ওভারলোডেড ৭টি বালুবাহী ড্রামট্রাক থামিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আটক করা হয়। ১০ নভেম্বর রোববার দুপুরে রায়পুর- চৌমুহনী সড়কের লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বালুবাহী অতিরিক্ত লোড ড্রামট্রাকগুলো আটক করা হয়েছে। ছাত্র জনতার পক্ষে ঘন্টাব্যাপী মানববন্ধনে নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদের জেলা সভাপতি এডভোকেট নুর মোহাম্মদ। এসময় ছাত্র জনতার পক্ষ থেকে দাবী করা হয়, শুক্রবার ও শনিবার ছাড়া অফিস- আদালত ও স্কুল- কলেজ খোলার দিনে রাত আটটার পরে বালুবাহী ড্রামট্রাকগুলো যেন চলাচল করে। জেলা প্রশাসকের জুডিশিয়াল শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জানান, বালুবাহী ওভার লোডেড ড্রামট্রাক গুলোর মালিকপক্ষকে বিকেল তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ে আসতে বলা হয়েছে। গাড়ীর মালিকপক্ষ আসার পরে সকল পক্ষের সাথে বসে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেয়া হবে।
এদিকে লক্ষ্মীপুরের ছাত্র জনতা ও সুশীল সমাজের সাথে কথা বলে জানা গেছে, লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট এলাকায় বালু ব্যবসার বড় রকমের মোকাম। এই কারনে মজু চৌধুরী হাট থেকে প্রতিদিন দিনের বেলা স্কুল- কলেজ চলাকালীন ব্যস্ততম সময়ে শত শত ওভারলোডেড বালুবাহী ট্রাক লক্ষ্মীপুরসহ অন্যান্য জেলায় যায়। এতে করে বিভিন্ন সময়ে ছোট দুর্ঘটনা ঘটেই চলছে। ঘটছে প্রাণহানিও।