কমলনগরে শায়খুল হাদীস মাওলানা  হান্নান (রহ:) এর স্মরণে আলোচনা সভা

Spread the love

কমলনগর (লক্ষ্মীপুর)উপজেলা সংবাদদাতা :

বাংলাদেশ খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সহসভাপতি ও রামগতি কলাকোপা ইসলামীয়া মাদ্রাসার সাবেক মোহতামিম শায়খুল হাদিস আল্লামা আবদুল হান্নান (রহ:) এর কর্ম-জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চরলরেন্স ঈদগাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস কমলনগর উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমান ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি  শায়খুল হাদিস আল্লামা মামুনুর রশিদ।

খেলাফত মজলিস কমলনগর  উপজেলা  শাখার সভাপতি মাওলানা মোহামদ উল্লাহ আল ফারুকী সভাপতিত্বে আরো বক্তব্য  রাখেন জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসার সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াছ, সহ-সভাপতি সাবেক কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু,  গণ অধিকার পরিষদের জেলা সদস্য সচিব সার্জেন্ট সোলাইমান চৌধুরী, জামিয়া ইসলামীয়া কলাকোপা মাদ্রাসার  সিনিয়র শিক্ষক মাওলানা বশির আহমেদ, মরহুমের ছেলে  মাওলানা রেজাউল করিম ও জামাতা মাওলানা আলা উদ্দিন প্রমুখ।

বক্তাগণ মরহুমের কর্মময় জীবন ও ইসলামের একজন দাঈ হিসেবে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন।

প্রসঙ্গত,মরহুম মাওলানা আবদুল হান্নান গত মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *