লক্ষ্মীপুরে আলিফ মীম হাসপাতালের সেমিনার অনুষ্ঠিত

Spread the love

মিজানুর শামীমঃ

লক্ষ্মীপুরের দালাল বাজারস্হ আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আবুল খায়েরের মৃত্যুতে তাঁহার পরিবারকে আর্থিক অনুদান দেয়া ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার বেলা এগারোটায় হাসপাতালটির রিসিভশন রুমে হাসপাতালের বিপুলসংখ্যক শেয়ার হোল্ডারের উপস্থিতিতে মরহুম আবুল খায়েরের পরিবারের পক্ষে আর্থিক অনুদান গ্রহন করেন তাঁর পুত্র শাহাদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাইমিন্ড মেশিনারিজ কোম্পানির বাংলাদেশ -নেপাল কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম। আলিফ মীম হাসপাতালের সহকারী চিকিৎসক নুরুল আমিন জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাসপাতালটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব আমির হোসেন আমু বলেন, প্রিয় শেয়ার হোল্ডার ও উপস্থিত সকল ভাই বোন, আপনাদের সহযোগিতা ও দোয়া নিয়ে হাটি হাটি পায়ে আমরা অত্র এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে সকল ধরনের উন্নত যন্ত্রপাতি দিয়ে হাসপাতালটি চালু করেছি। আল্লাহর রহমতে আমাদের প্রতিষ্ঠানটি দাড়িয়ে গেছে। এখন আপনাদের আর একটি কাজ করতে হবে। আমরা একহাজার শেয়ারহোল্ডার পরিবার সবাই যদি আশেপাশে অর্গানাইজ করি তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আমার অনেক মা- বোনেরা আছেন, আপনাদের আশেপাশে অনেক অসুস্থ রোগী আছে। এসব রোগীরা রায়পুর, লক্ষ্মীপুর, চৌমুহনী, মাইজদী বা বিভিন্ন স্হানে গিয়ে চিকিৎসা সেবা নিয়ে থাকে। আপনারা যদি একটু অর্গানাইজ করে এসব রোগীদেরকে আমাদের এখানে পাঠান, তাহলে আপনাদের এই প্রতিষ্ঠানের উন্নতি হবে আর এই প্রতিষ্ঠানের উন্নতি হলে আপনিই লাভবান হবেন। রোগীরা বিভিন্ন হাসপাতালে গিয়ে নানানরকম পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে টাকা খরচ করেন। আমি বলতে চাই, আশেপাশের যেকোনো হাসপাতালের চেয়ে আলিফ মীম হাসপাতালের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্রপাতি অনেক উন্নত ও আধুনিক। আমাদের এখানে চিকিৎসা সেবা নিতে যেসব রোগী আসবে তাঁরা উন্নত চিকিৎসা সেবা নিতে পারবে বলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই আপনারা শুধু আগামী তিন মাস আপনাদের আশেপাশে এই প্রতিষ্ঠানের জন্য অর্গানাইজ করবেন। এতে করে প্রতিষ্ঠানটি আরও পাকাপোক্তভাবে দাড়িয়ে যাবে। অনুষ্ঠানের প্রধান অতিথি শফিকুল ইসলাম আলিফ মীম হাসপাতালে রোগীদের সেবা দেয়ার জন্য স্হাপিত চিকিৎসা বিজ্ঞানের সকল আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে উপস্থিত সকলকে ধারণা দিয়ে গঠনমূলক দীর্ঘ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন আব্দুস সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলিফ মীম হাসপাতালের পরিচালক সহিদ উদ্দিন মাস্টার, হাসপাতালের পরিচালক ও সমাজসেবক শাহআলম মাস্টার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আলম, পরিচালক আবুল বাসার, পরিচালক আলহাজ্ব ইব্রাহিম, পরিচালক শাহিন হোসেন, পরিচালক জাকির হোসেন, পরিচালক মনির হোসেন, পরিচালক নজরুল ইসলাম, পরিচালক শোহেল রানা। আলিফ মীম হাসপাতালের চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার রেদওয়ানুর নবী চৌধুরী, ডাক্তার মোঃ ফুয়াদুল ইসলাম খান। ডাক্তার জেনি ফারজানা আলম, সিনিয়র স্টাফ নার্সদের মধ্যে উপস্থিত ছিলেন সুমাইয়া আক্তার, সুরভী আক্তার, সঞ্জিত কুমার মিস্ত্রি, ওটি ইনচার্জ স্মৃতি মন্ডল।

আলিফ মীম হাসপাতালের চেয়ারম্যান আবুল খায়েরের মৃত্যুতে অনুষ্ঠিত অনুষ্ঠানে আর্থিক অনুদান প্রদান ও হাসপাতালের নিয়মিত সেমিনার অন্যান্য বক্তারা বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার, চররুহিতা, উত্তর ও দক্ষিণ হামছাদী ইউনিয়ন এবং পার্শ্ববর্তী রায়পুর উপজেলার সোনাপুর, চরমোহনা ও বামনী ইউনিয়নের প্রায় তিন লক্ষ মানুষের চিকিৎসা সেবার সহযোগিতার লক্ষ্যে এটি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে আলিফ-মীম হাসপাতালের শয্যা সংখ্যা পঞ্চাশটি করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের সকল ধরনের উন্নত মানের অত্যাধনিক মেশিনপত্র ও বিশেষজ্ঞ চিকিৎসক এ হাসপাতালটিতে আনা হয়েছে। এতে করে এলাকার রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা দেয়া সম্ভব। এখন থেকে চিকিৎসা নিতে আসা আশেপাশের এলাকার রোগীদের দুর দুরান্ত নোয়াখালী বা ঢাকা যেতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *