প্রদীপ কুমার রায়:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র্যাব-৩, সিপিসি-১, ঢাকার যৌথ অভিযানে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চাঞ্চল্যকর জসিম বেপারী হত্যা মামলার এজাহারনামীয় ১৪ জন আসামিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২২ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার দোয়েল চত্বর এলাকা এবং সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ মোড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত আসামিরা সবাই মামলার এজাহারে নামোল্লেখ ছিল এবং হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
জানা যায়, গত ৭ এপ্রিল ২০২৫ দুপুর ২টার দিকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে জসিম বেপারীকে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হয়ে মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১৪ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
র্যাব জানায়, নিহত জসিম বেপারী স্থানীয়ভাবে গবাদি পশুর ব্যবসা করতেন এবং আসামিদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলছিল। ঘটনার পর আসামিরা গ্রেফতার এড়াতে পলাতক ছিল। র্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে গ্রেফতারে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি’র শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।