মোঃ শাহআলম:
লক্ষ্মীপুরের রামগঞ্জে হাইজাকারের খপ্পরে পড়ে,স্বর্ণ,নগদ টাকা,মোবাইলফোন,এটিএমকার্ড,আইডিকার্ড সহ প্রায় ২,৫০,০০০ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার সম্ভল হারালেন পারভিন আক্তার নামের এক প্রবাসীর স্ত্রী।
বুধবার(২৩এপ্রিল)সকাল ৯টা ৪৫ মিঃ রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সের নিচ তলায় কসমেটিক গলিতে ঘটে এমন দুর্ধর্ষ ঘটনা।
পারবিন আক্তার জানান,বুধবার(২৩এপ্রিল)সকাল ৯টায় নিজ গ্রামের বাড়ি রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের দক্ষিণ মজিপুর জবেদউল্লাহ পন্ডিত বাড়ি থেকে, ছেলের স্কুলের গাইড কিনার জন্য রামগঞ্জ বাজারে এসে,ইসলামী ব্যাংক থেকে ৫হাজার টাকা উত্তলন করেন।এরপর আয়েশা রেস্টুরেন্টের সামনে এলে এক মহিলা ও দুই পুরুষ সহ হাইজাকারের চক্রের সদস্যরা পিচু নেয় আমার।এরপর গরীবদের জন্য টাকা দিবে বলে,মিথ্যে ফলোআনের মাধ্যমে হাতিয়ে নেই, স্বর্ণ অলঙ্কার, নগদ টাকা,সহ প্রায় আড়াই লাখ টাকার জিনিস পত্র।
এঘটনায় পর পর রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।