স্টাফ রিপোর্টার:
“দ্বন্ধে কোনো আনন্দ নাই আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সংঙ্গে নিয়ে আজ (সোমবার) ২৮ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত হয়েছে।
সকাল ৯ ঘটিকার সময় জেলা জজ আদালত প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করে আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
লক্ষ্মীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহীন উদ্দিন এর সভাপতিত্বে এবং সহকারি জজ ও লিগ্যাল এইড অফিসার রবিউল হাসান শাকিল এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাদেকুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খোরশেদুল আলম শিকদার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক ফারজানা আক্তার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: মেজবাউল আলম ভূঁইয়া ও অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন প্রমুখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মনিরুল ইসলাম হাওলাদার, জেলা জজ আদালতের পিপি এড. আহাম্মদ ফেরদাউস মানিক, জিপি এড. হারুনুর রশীদ ব্যাপারী, সদর হাসপাতালের আরএমও ডাঃ অরুপ পাল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রফিক উল্যা এবং লিগ্যাল এইডের শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী এড. হাসান আল মাহমুদ ও এড. রিনা পারভিন প্রমূখ।
এছাড়াও লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে মামলা পরিচালনার মাধ্যমে সুবিচার পাওয়া উপকারভোগী সুমন এবং আঁখি আক্তার সভায় বক্তব্য রাখেন। তারা আর্থিক সঙ্কটের কারণে লিগ্যাল এইডের দ্বারস্ত হয়ে সুবিচার পাওয়ার ঘটনা বিস্তারিত বর্ণনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিনা টাকায় সরকারি সেবার প্রতি দরিদ্র ও অসহায় বিচারার্থীদের আস্থা বাড়ছে, তবে রাষ্ট্রের এ সংস্থাকে আরও কার্যকরী হওয়া দরকার বলে তাঁরা মনে করেন। বক্তাগণ বলেন, লিগ্যাল এইডে আরো বিজ্ঞ আইনজীবী নিয়োগ ও প্রচুর অর্থ বরাদ্দের প্রয়োজন। এতে মামলা নিষ্পত্তি বাড়বে, একই সঙ্গে সমাজের অসহায় ও দরিদ্র মানুষ আরো বেশি উপকৃত হবে।
লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী এড. হাসান আল মাহমুদ ও এড. রিনা পারভিন অধিক সংখ্যক মামলা পরিচালনার ধারাবাহিকতা বজায় রেখে টানা পাঁচ বারের মত শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী মনোনীত হয়ে অতিথিবৃন্দের নিকট থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেন।
সভাপতির বক্তৃতায় লক্ষ্মীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যন মোহাম্মদ শাহীন উদ্দিন বলেন, অসহায় দরিদ্র মানুষের আইনগত অধিকার রক্ষার জন্য এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করনে লিগ্যাল এইড খুবই চমৎকার ভূমিকা পালন করে থাকে। তবে এর পরিধি আরও বিস্তৃত করা উচিত। তাহলে অসহায় দরিদ্র এবং প্রান্তিক মানুষ সহজেই বিনামূল্যে আইনী সেবা পাবে এবং তাদের আইনগত অধিকার নিশ্চিত হবে। লক্ষ্মীপুরে লিগ্যাল এইডের কার্যক্রমকে আরও বেগবান করতে তিনি প্যানেলভুক্ত আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান।
র্যালি-আলোচনা সভায় জেলা জজশীপ ও সিজেএম আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারী, বিচার প্রার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।