নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের আল মদিনা ইটভাটার মালিক আমির হোসেন ডিপজলকে প্রতারণা মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৪ মে) বিকালে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত- ২ এর বিচারক মোঃ ইসমাইল হোসেন এই রায় ঘোষণা করেন। রায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের বাসিন্দা শাহ আবদুল্লাহ আল নোমান এই মামলাটি দায়ের করেছিলেন।
মামলার তথ্য অনুযায়ী জানা যায়, আল মদিনা ইটভাটার মালিক আমির হোসেন ওরফে ডিপজলের কাছে ৩৭ লাখ টাকায় দেহলা বিলের জমি বিক্রি করেন আবদুল্লাহ আল নোমান। সেই জমির মাটি কেটে তা ইটভাটায় ব্যবহার করলেও টাকা পরিশোধ করেননি আমির হোসেন ডিপজল। বরং দীর্ঘদিন ধরে ভুয়া চেক দিয়ে প্রতারণা করে আসছিলেন।
আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করে আল নোমান বলেন, “আমি ন্যায় বিচার পেয়েছি।