• বুধবার, ২১ মে ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রায়পুরে গণঅধিকার পরিষদের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল লক্ষ্মীপুর সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২ নিহত ২ স্বাধীনতার ৫৪বছরেও সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠিত হয়নি ১৪ দফা দাবিতে লক্ষ্মীপুরে সাংবাদিকদের কলমবিরতি শিক্ষা আনন্দের হোক, দায়িত্ব সবার — জেলা প্রশাসক ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কখনও আপস নয়: নজরুল ইসলাম খান লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠিত রায়পুরে সংবাদ সম্মেলনে বৃদ্ধের কান্নাভেজা আর্তি- “আর কতো সহ্য করবো? রায়পুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পাদুকা বিতরন রামগঞ্জের আল মদিনা ইটভাটা মালিক আমির হোসেনের দুই বছর কারাদণ্ড

শিক্ষা আনন্দের হোক, দায়িত্ব সবার — জেলা প্রশাসক

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

প্রদীপ কুমার রায়:
শিক্ষালয় হবে আনন্দের জায়গা। যেখানে জ্ঞান শুধু মুখস্ত নয়, অনুভব করে শেখা যায়। একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে প্রাথমিক শিক্ষার ভিত্তির উপর। এই ভিত্তি যেন মজবুত হয়, সেটিই আমাদের প্রধান দায়িত্ব।
সোমবার (১৯মে) রায়পুর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
সকালে দক্ষিণ রায়পুর বি.এন. সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ
বিতরণ করেন তিনি। এসময় তিনি আরো বলেন, আমাদের সন্তানেরা যেন ভালো পরিবেশে শিক্ষা পায়, সেই দায়িত্ব শুধু বিদ্যালয়ের নয়, আমাদের সবার। প্রশাসন, শিক্ষক, অভিভাবক—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ কালে শিশুদের কচি মুখে তাদের স্বপ্নের কথা মনোযোগ দিয়ে শুনে তিনি শিক্ষার পরিবেশ উন্নয়নে এসময় বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরে তিনি কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। শ্রেণিকক্ষে ঢুকে পাঠদানের পরিবেশ দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে পাঠদানে সৃজনশীলতা, শিশু-কেন্দ্রিক পদ্ধতির প্রয়োগ এবং শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর জোর দেন তিনি। “শিক্ষকেরা জাতি গড়ার কারিগর। তাই পাঠদানের মান উন্নয়নে আপনাদের ভূমিকা অপরিসীম,”—বলে শিক্ষকদের অনুপ্রেরণা দেন তিনি।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান খান , সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার মো: মইনুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, বিদ্যালয়গুলোর শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্থানীয় জনগণ ও অভিভাবকদের মুখে একটাই কথা—জেলা প্রশাসকের এই আন্তরিক উদ্যোগে আমরা আশার আলো দেখছি। এমন কার্যক্রম চলমান থাকলে আমাদের সন্তানেরাই গড়বে আগামীর বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd