রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধি :
রামগঞ্জ আইরিন আক্তার (৩২) নামক এক নারীকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে ও জবাই করে হত্যার চেষ্ঠা করছেন মাদকসক্ত দেবর মাসুদ আলম।
মুমুর্ষ অবস্থা স্থানীয়রা আইরিন সুলতানাকে উদ্বার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছেন। ঘটনা ঘটেছে রামগঞ্জ পৌর টামটা গ্রামের রৌশন আলী পাটোয়ারীতে। আহত আইরিন প্রবাসী ফারুক হোসেন এর স্ত্রী।
স্থানীয়রা জানান ফারুক হোসেন এর ছোট ভাই মাসুদ আলমের সাথে পারিবারিক বিরোধ চল আসছিল। এরই জেরধরে বৃহস্প্রতিবার (১৩ই নভেম্বার) সকাল ১১টায় মাসুদ আলম পরিকল্পিতভাবে ভাবীকে ধারালো দা দিয়ে বাম পায়ের তালু সহ হাটুর উপর তিনটি কুপ,পিঠে একটি কুপ, ব ও গলায় ধারালো দা দিয়ে আঘাত করেন।
আইরিন আক্তারের বাম পায়ের তিনটি আগুল বিছিন্ন হয়েছে।
সৃষ্ট ঘটনায় যৌথ বাহিনী মাসুদ আলমকে আটক করেছেন।
আইরিনের শ্বামী ফারুক হোসেন জানান ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। মাসুদ আলম আমার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্ঠা চালিয়েছে। আগে থেকে হুমকিদমকি দিয়েছে।
আইরিনের শশুর আব্দুল লতিফ জানান আমি অসুস্থ। দালানের একটি কক্ষে ছিলাম। আমি ঘটনা কিছুই বলতে পারবোনা।
আইরিনের ছোট ভাই মো: শামীম হোসেন ও মা নিলুফা বেগম জানান মাসুদ আলম মাদকাসক্ত। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আইরিনকে দীর্ঘদিন যাবত হুমকি দমকি দিয়ে আসছে।
থানা অফিসার ইনচার্জ ওসি মোহাস্মদ আব্দুল বারী জানান ঘটনার সাথে জড়িত মাসুদ আলম আটক রয়েছে। নিয়মিত মামলা চলমান রয়েছে।