স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ও রাতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
প্রথম অভিযানে লক্ষ্মীপুর পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের লামছরি আজিজিয়া মাদ্রাসা রোডে রুবেলের ভ্যারাইটিজ দোকানের সামনে পাকা রাস্তা থেকে মো. জাহাঙ্গীর (৫১) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি সমসেরাবাদ এলাকার বাসিন্দা।
এরপর রাত আনুমানিক ২২টা ৫৫ মিনিটে লামচরী পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ডের মমিন সর্দারের বাড়ির তমিজ উদ্দিনের ঘরের সামনে থেকে আব্দুল জাব্বারকে আটক করা হয়। তার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি লামচরী এলাকার বাসিন্দা।
অপর এক অভিযানে একই রাতে পৌরসভার ০৫ নম্বর ওয়ার্ডের শাখারী পাড়া তুলাগাছতলা এলাকায় সাবেক মেয়র তাহের মিয়ার ভাড়াটিয়ার বসতঘর থেকে মো. রোবেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ডিবির অভিযানে মোট তিনজন আসামিকে আটক করা হয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
লক্ষ্মীপুর জেলা পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।