লক্ষ্মীপুর-২ আসনে আবারো জয়ী হলেন নৌকার প্রার্থী নুরউদ্দিন

Spread the love

লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী লক্ষ্মীপুর ০২ রায়পুর আসনের এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১১ ভোট। নয়ন এমপির নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি কাজী শহীদুল ইসলাম পাপুলের সহধর্মিনি স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম (ঈগল) পেয়েছেন ৯ হাজার ২৮ ভোট। নুরউদ্দিন নয়ন এর আগেও এ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের এমপি ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই আসনের মোট ভোট কেন্দ্র ১৪৬টি। এর মধ্যে রায়পুর উপজেলায় ৭৯টি এবং সদর উপজেলার অংশে ৬৭টি কেন্দ্র। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত লক্ষীপুর ০২ রায়পুর আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটারগণ ভোট দিয়েছেন এবং বিপুল ভোটে লক্ষ্মীপুর -২ আসনে নৌকা প্রতিক নিয়ে নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি হয়েছেন।তাছাড়া লক্ষ্মীপুর জেলার আরো তিনটি নির্বাচনি এলাকায় বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *