লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে একটি গণশৌচাগার আবশ্যক, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

Spread the love

ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজারে বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাবসায়ী, সরকারি কর্মকর্তা, ভ্রমনপিপাসু পর্যটক ও সাধারণ জনগণের জন্য জরুরি ভিত্তিতে একটি গণশৌচাগার আবশ্যক। লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার হলো কয়েকটি ইউনিয়নের প্রান কেন্দ্র। তদুপরি আঞ্চলিক মহাসড়কের কারনে ঢাকা,চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ বিভিন্ন গন্তব্যে যাতায়তের একমাত্র সড়ক এই দালাল বাজার। ফলে প্রতিনিয়ত হাজার হাজার মহিলা-পুরুষ এই রুট ব্যবহার করেন। প্রকৃতির ডাকে সাড়াদিলে নেই কোন ব্যবস্থা, যার কারনে যাত্রী ও পথচারীদের ছুটতে হয় বিভিন্ন প্রতিষ্ঠানে।
এই বিষয়ে বাজারের ব্যাবসায়ী ও সূধী জনদের একান্ত দাবী, জরুরি ভিত্তিতে এই বাজারে মহিলা -পুরুষদের জন্য একটি গণশৌচাগার করার জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সমীপে দৃষ্টি আকর্ষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *