লক্ষ্মীপুরের সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নে পঞ্চাশ গ্রামের বাড়িতে আলোচিত রীয়া ধর্ষণের বিষয়ে লক্ষ্মীপুর জেলা জজ আদালতে দক্ষিণ হামছাদি ইউনিয়নের হাজি আয়ুব আলী ব্যাপারী বাড়ির নুরনবীর পুত্র প্রবাসী শামছুর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করায় আদালত মামলাটি আমলে নিয়ে পিবি আইকে তদন্ত করে প্রতিবেদন দেওয়া জন্য বলেছেন বলে মামলার বাদীর বাচনিক জানা যায়।