স্টাফ রিপোর্টার ভি বি রায় চৌধুরী -পবিত্র কুমার মজুমদার পিতা অরুন কুমার মজুমদার , যিনি লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মুনসীর হাট উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক ছিলেন। বিএসসি শিক্ষক হিসাবে তার যথেষ্ট সুনাম ছিলো, এই সুবাদে এলাকায়ও গ্রহণ যোগ্যতা অর্জন করে বহুল আলোচিত যুবক এনজিওর মাধ্যমে লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন সহ আশেপাশের এলাকা থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। চাকুরীরত অবস্থায় লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছা নগর ৪ নং ওয়ার্ডে দেলোয়ারা বেগম থেকে বিগত ১৫/১২/২০১১ ইং সনে ১২৮৯৫ নং দলিল মূলে ১৭ শতাংশ সম্পত্তি নিজ নামে খরিদ করে মালিক হন। পরবর্তীতে ১৫/১২/২০১৪ ইং সনে ১৩৩৪৭ নং দলিল মূলে রেজিষ্ট্রি দলিল করেও বিক্রি করে দিয়েছেন বলে ভুক্তভোগী সূত্রে জানাযায়। এদিকে যুবক এনজিওতে অর্থ লগ্নিকারি পাওনাদার গন হন্নেহয়ে পবিত্র কুমার মজুমদার কে খুঁজছেন। এরই মধ্যে পবিত্র কুমার মজুমদার লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ শতাংশ সম্পত্তির উপর বাউন্ডারি ওয়াল করার জন্য একটি আবেদন করে, আরো জানাযায় এই পবিত্র কুমার মজুমদার বিগত১০/১২/২০১৪ইং তারিখে দুইটি দলিলের মাধ্যমে ১২ শতাংশ সম্পত্তি বিক্রয় করে। তদুপরি বিক্রিত ১২ শতাংশ সম্পত্তি সহ এই পবিত্র কুমার মজুমদার ১৭ শতাংশ সম্পত্তিতে বাউন্ডারি করার জন্য পৌরসভায় আবেদন করে, পৌরসভা কর্তৃপক্ষ উক্ত আবেদন পত্রটি আমলে নেননি বলেও জানাযায়। ভুক্তভোগীগণ মর্মাহত হয়ে বলেন সম্পত্তি বিক্রয় করে একই সম্পত্তি আবারও কথিত বায়না করা হয় বলে ইটের পোলের কাশেম মুখে জানায় , যাহা সম্পূর্ণ রুপে প্রতারণা ও আইনের পরিপন্থী। তাই ভুক্তভোগীগণ এই প্রতারক পবিত্র কুমার কে খুঁজে পাওয়ার জন্য প্রচলিত আইনি পদক্ষেপ নিবেন বলে এপ্রতিবেদক কে জানান।