ভিবি নিউজ ডেস্ক -লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন, বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী, তিনি অটোরিকশা প্রতিক নিয়ে প্রার্থী হয়েছেন। বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার, তিনি আনারস প্রতিক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন, খসরু নোমান রতন তিনি সাবেক ছাত্র নেতা, ঘোড়া প্রতিক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন, এডভোকেট নজরুল ইসলাম, তিনি চশমা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন এবং জাবেদ বেপারী তিনি মটর সাইকেল (হুন্ডা) প্রতিক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন।
সকলে যে যার মতো করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন, ভোটারদের ভিতরেও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ২৮ এপ্রিল ২০২৪ ইং লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলে ইসি সূত্রে জানা যায়।