ভি বি রায় চৌধুরী –
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার উপশহর বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী কাজল খাঁন রয়েছে আলোচনার শীর্ষে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ও সমাজ সেবক। তার নির্বাচনী প্রতিক তালা পাওয়ার পর থেকে একাধারে এলাকায় বিপুল সংখ্যক ভোটার নিয়ে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
আজ মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ইং সকালে পশ্চিম লক্ষ্মীপুর মাঝি বাড়ির রাস্তার আশেপাশের সড়ক সহ গ্রামের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন কাজল খাঁন।
সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান তালা প্রতিকের প্রার্থী কাজল খাঁন এর পক্ষে তার নির্বাচনী এলাকায় গণজোয়ার ওঠেছে। সকল স্তরের মানুষের অংশগ্রহণে প্রতিদিন চলছে গণসংযোগ, উঠোন বৈঠক, নির্বাচনী প্রচারণা। এ বিষয়ে জানতে চাইলে কাজল খাঁন বলেন, আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে। তারা এ সময়ে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করছে, গণমানুষের ভালোবাসা আমাকে সিক্ত করেছে এবং যথেষ্ট সাহস অর্জন করছি। এই সহযোগিতা অব্যাহত থাকলে ভোট লড়াইয়ে বিজয় সুনিশ্চিত বলেও তিনি জানান।
নির্বাচনী প্রচারণায় কেমন সময় কাটছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সকাল ৮ ঘটিকায় নির্বাচনী প্রচারনায় বের হয়ে দুপুর ১২ ঘটিকায় বিরতি। পরবর্তীতে বিকাল তিন ঘটিকায় বের হয়ে সন্ধ্যায় বিরতি। তিনি আরো বলেন সরকারি নিয়মনীতি বজায় রেখে আমি গণসংযোগ করেযাচ্ছি, এতে করে জনগণের ব্যাপক সমর্থন ও সহযোগিতা পেয়েছি। তিনি বলেন আমি আশাবাদী মাহেন্দ্রক্ষণ পর্যন্ত জনগণের এই সহযোগিতা অব্যাহত থাকবে।