রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার

Spread the love

 

নিজস্ব প্রতিবেদক: ১৪ বছর বয়সী কিশোরী অপহরণ মামলায় রায়পুর থানা পুলিশ দু’জনকে আটক করার খবর পাওয়া গেছে। আটক তফিকুল হায়দার দীপন (৪৮) লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামছি গ্রামের সলেমান হায়দারের পুত্র ও একই এলাকার ইদ্রিস হাজীর পুত্র জহির উদ্দিন (৪৭)। ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে ৬ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন ৭/৩০ ধারায় ২০ জুন তারিখে রায়পুর থানায় মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে পুলিশ দীপেন ও জহিরকে ওই মামলায় গ্রেপ্তার করে আদালতে প্রেরন করে।
গ্রেপ্তারকৃত দীপেনের বিরুদ্ধে গতবছর সৌদি প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠে। তখন ওই ঘটনায় সংবাদ প্রকাশ করায় সংবাদকর্মী হোসেন চৌধুরীকে মারধর করে ৭ দিন কারাগারে ছিলেন একটি সুত্র জানায়।
চররুহিতা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানান, দীপেন ও জহির ক্ষমতাশীন দলের ছত্রছায়ায় থেকে সাধারন মানুষের জমি দখল, থানার সোর্স পরিচয়ে নিরিহ মানুষকে হয়রানী, প্রবাসীদের স্ত্রীদেরকে কুপ্রস্তাব দেয়া, মাদক ব্যাবসা, টাকার বিনিময়ে সালিশ বানিজ্যসহ নানান অপকর্মে জড়িত।
সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাসার বলেন, দীপেন ও জহির খুব খারাপ লোক, এরা দুইজনে আমার পিছনে লেগে থেকে বহুভাবে আমাকে হয়রানি করেছে।
চররুহিতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির পাটোয়ারী বলেন, বিষয়টি আমার জানা নেই, আপনার কাছে এখনই শুনলাম। খবর নিয়ে আপনাকে জানাবো।
রায়পুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক ইয়াসিন আরাফাত মজুমদার বলেন কিশোরী অপহরণের অভিযোগে ভুক্তভুগী কিশোরীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ৭/৩০ ধারায় থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে দীপেন ও জহির নামের এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালত প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *