রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট রাজিব কুমার সরকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, জেলার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। যেন দুর্নীতির উর্ধ্বে থেকে জেলাজুড়ে উন্নয়ন মূলক কাজ করতে পারি। সেজন্য আপনাদের (সাংবাদিক) লেখনীর মাধ্যমে সহযোগিতা চাই।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি উন্নয়ন ও মানব সম্পদ) সম্রাট খীসা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আরিফুর রহমান, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী ও আ হ ম মোস্তাকুর রহমানসহ লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাজিব কুমার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে ১১ সেপ্টেম্বর তাকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। ১২ সেপ্টেম্বর তিনি লক্ষ্মীপুরে যোগদান করেন।