লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার মো: আকতার হোসেনের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা ২২ সেপ্টেম্বর বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভার প্রারম্ভিক বক্তব্যে পুলিশ সুপার বলেন, লক্ষ্মীপুর জেলায় পুলিশ প্রশাসনের কোন দপ্তরে ঘুষ-দুর্নীতি থাকবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। সেবা মূলক কাজে অনেকেই পুলিশের কাছে আসেন। এ ক্ষেত্রে কোন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক লেনদেন কিংবা হয়রানির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

নবাগত পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাং দমন ও শনাক্ত করার জন্য আলাদা ডাটাবেইজ তৈরি করা হবে। সেখানে পূর্বে কেউ এ সংক্রান্ত জড়িয়ে থাকলে ডাটাবেইজ দেখে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। অবৈধ অস্ত্র প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলমান রয়েছে। অচিরেই অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশ সুপার আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে নতুন রাষ্ট্র ও সমাজ গঠনের সুযোগ হয়েছে। পুলিশ ও সাংবাদিক একসাথে মিলে কাজ করত পারলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়া সম্ভব হবে। লক্ষ্মীপুরবাসী সত্যিই শান্তি প্রিয়। আমরা সবাই মিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার মাধ্যমে অপরাধমুক্ত একটি নিরাপদ লক্ষ্মীপুর গড়ে তুলতে সক্ষম হবো।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, ডিআইও-ওয়ান মো: আজিজুর রহমান মিয়া, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল, সাবেক সভাপতি মো: কামাল উদ্দিন হাওলাদারসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *