কমলনগর প্রেসক্লাবের নবাগত সদস্যদের বরণ-সাংবাদিকদের মধ্যে ঐক্য রাখার অঙ্গিকার

Spread the love

কাজী মুহাম্মদ ইউনুছ,

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা :

‘নতুন’ সদস্যদের বরণ করলো কমলনগর প্রেসক্লাব। এ উপলক্ষ্যে সোমবার ( ১৮ নভেম্বর )রাতে লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে কমলনগর প্রেসক্লাব।
এ সময় নবাগত ২১ জন সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিলো প্রেসক্লাবের কর্মকর্তাগণ।

প্রেসক্লাব সহ সভাপতি সানা উল্লাহ সানুর সঞ্চালনায়
প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সভাপতি ইউছুফ আলী মিঠুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সাজ্জাদুর রহমান, ক্লাবের উপদেষ্টা ও ইনকিলাব প্রতিনিধি কাজী মোহাম্মদ ইউনুছ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ ফয়েজ, সহসভাপতি ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি এ আই তারেক,প্রচার সম্পাদক দৈনিক জনতা প্রতিনিধি ছাইফুল্লাহ হেলাল প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক আমজাদ হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম, প্রচার সম্পাদক মোঃনুর নবী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ জামাল উদ্দিন এবং মোঃ মোশারেফ হোসেন কিরণ,সদস্য আ্যাডভোকেট ফখরুল ইসলাম,এমরান হোসেন মুরাদ,আবদুল হান্নান,মোহাম্মদ ইবরাহীম,আবদুর রহমান, ইবরাহীম সুলতান,সিরাজুল ইসলাম,নুর হোসেন,জায়েদ হোসেন,আহমদ শরীফ,সাইফুল ইসলাম,মাহফুজুর রহমান প্রমুখ।

এ সময় নবাগত সদস্যগণ তাদের ভিন্ন ভিন্ন অনুভূতি ও পরামর্শ দিয়ে আলোচনায় অংশ নেন।

সভাপতি ইউছুপ আলী মিঠু বলেন, আজকের পর থেকে কমলনগরে ভিন্ন ভিন্ন ধারায় বিভক্ত আর কোন প্রেসক্লাব অবশিষ্ট নেই। দীর্ঘ দিন প্রেসক্লাবের এক অংশের সভাপতি ছিলাম আমি। অন্য অংশে ছিলেন, আমাদের বন্ধু ও সহকর্মী মোঃ ফয়েজ এবং এআই তারেকসহ অন্যন্যরা। কিন্ত আজ থেকে আমরা এক ও অভিন্ন,একীভূত প্রেসক্লাব সংগঠনের মাধ্যমে পুনর্গঠিত হলো কমলনগর প্রেসক্লাব।আমরা একটা মডেল প্রেসক্লাব হিসেবে এটিকে রুপান্তর করবো।

সহ সভাপতি এ আই তারেক বলেন, আমরা এখন সবাই অঙ্গীকারাবদ্ধ হয়েছি আগামীতে কমলনগরের উন্নয়নে আমরা সবাই এক হয়ে কাজ করবো। আগে আমরা বিভক্ত ছিলাম। কিন্ত আজ থেকে আমরা সবাই এক অভিন্ন শক্তিশালী পেশাজীবি সংগঠন হিসেবে নব দিগন্তের সূচনা হবে।

সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ বলেন, আমাদের কাজ কমলনগরের উন্নয়নসহ বিভিন্ন অপরাধ, শিক্ষা, স্বাস্থ্য, জনপ্রতিনিধি,সেবামূলক স্টেক হোল্ডার,পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের নানাবিধ অনিয়ম, যোগ্যতা ভিত্তিক অপরাধ আছে সে আলোকে সংশোধন, সমাধানে জাতির সামনে সত্য উম্মোচন করার চেষ্টা করবো। এ জন্য আমরা কমলনগরবাসীর সহযোগিতা চাই। আমরা আশা করি আমরা লক্ষ্যে এগিয়ে যাবো।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ২০০৮ সালে কমলনগর প্রেসক্লাব প্রতিষ্ঠার পর আর কখনো প্রেসক্লাবে সদস্য গ্রহন করা হয়নি। অবশেষে এবার কমলনগর প্রেসক্লাবের সদস্য নেয়া হয়েছে। সদস্য ভর্তির নোটিশ ও বিজ্ঞাপন প্রচারের পর ৩০ জন সাংবাদিক প্রেসক্লাবের সদস্য পদ চেয়ে আবেদন করেন। যাচাই বাছাই শেষে ২১জন সাংবাদিককে কমলনগর প্রেসক্লাবের সদস্য পদ প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *