লক্ষ্মীপুরে মাও: আখতার আহমদ ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা পেল ৫ শতাধিক রোগী

Spread the love
বিশেষ  প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার গর্ন্ধব্যপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রাঙ্গণে মাওলানা আখতার আহমদ ফাউন্ডেশনের আয়োজনে অসহায়, গরীব ও দুস্থ ব্যক্তিদের জন্য বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধপত্র প্রদান করা করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে মান্দারী ইউনিয়নের গন্ধর্ব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর  জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আহম্মদ ফেরদাউস মানিক,জেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম সুমন,ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মাঈন উদ্দিন ফারুক,সহ-সভাপতি মাওলানা হোসেন আহমেদ,সাধারন সম্পাদক হেলাল উদ্দিন মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন,সাংগঠনিক সম্পাদক ও এম-ট্যাব সভাপতি কুমিল্লা আঞ্চলিক কমিটি আতিকুর রহমান,সদস্য বোরহান উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় গর্ন্ধব্যপুর, বারাইপুর,শহরকবসা, পূর্ব গর্ন্ধব্যপুর,দক্ষিণ মান্দারীসহ বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ৫ শতাধিক রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহন করে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই সেবা কার্যক্রম।
এসময় ডায়বেটিস ও মেডিসিন জেনারেল মেডিসিন ও নাক, কান,গলা বিশেষজ্ঞ,গাইনি,(ডেন্টাল সেবা) সেবা প্রদান করেন। ব্যবস্থাপত্রের সাথে রোগীকে তাৎক্ষনিক ওষুধ প্রদান এবং ডেন্টাল রোগীদের মাঝে টুথপেষ্ট ও ব্রাশ বিতরণ করা হয়। চিকিৎকরে মধ্যে ডায়বেটিস রোগের বিশেষজ্ঞ ডা: রেজাউল করিম, মেডিসিন বিশেষজ্ঞ ডা: ফাহাদুল ইসলাম, ডা: সমরন পাল, গাইনি ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা: ফারজানা জামান মিতু,ফিশিয়ান ডা: মৌসুমি দাস, ডা: সালমা রহমান,ডা: মোশারফ হোসেন, ফিজিওথেরাপিষ্ট রাসেল আহমেদ, ডেন্টাল ডা: বোরহান উদ্দিন রাসেল,ডা: সজিব ইকবাল, ডা: মিনহাজুল ইসলাম রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেওয়া প্রদান করেন।
প্রসঙ্গত যে, মাওলানা আখতার আহম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর বিভিন্ন ইফতার বিতরণ, ঈদে পোশাক বিতরণ, ব্লাড ক্যাম্পিং, ফ্রি মেডিকেল ক্যাম্পিং, সামাজিক সচেতনতা, ধর্মীয় নসীহারসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করে আয়োজন করা হয়।
২০১৭ সালে এই ফাউন্ডেশনের গঠন করা হয়। মাওলানা আক্তার হোসেন গত ০৯/১১/২০২৩ ইং তারিখে বার্ধ্যজনিত কারণে চট্টগ্রাম একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন। তারা সন্তান ও তাদের স্বজনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে এই ফাউন্ডেশন গঠন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *