রায়পুরে সংঘর্ষের ঘটনায় ইউপি বিএনপির সকল কমিটি বিলুপ্ত ঘোষণা

Spread the love

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, ছাত্রদল ও সকল অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ইউপি বিএনপির দুই নেতাকর্মীদের সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, অগ্নি সংযোগ, ও লুটপাটের ঘটনায় উপজেলা বিএনপির জরুরি সভা থেকে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু।

শনিবার (২১ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ওই সময় জানানো হয়, উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, ছাত্রদল ও সকল অঙ্গসংগঠনের কমিটি ২০ ডিসেম্বর থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। লিখিত বিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সালেহ আহম্মদ, সদস্য সচিব মোঃ সফিকুর রহমান ভূঁইয়া।

বিএনপির একটি সূত্র জানায়, এর আগে শুক্রবার রাতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল ও ছাত্রদলের জরুরি বৈঠক করা হয়। ওই বৈঠকে ঘটনা তদন্তে কমিটি করা হয়। কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। তদন্ত কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সালেহ আহমেদ, সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, সহযোগী ও অঙ্গসংগঠনের জেলা কমিটির একজন করে প্রতিনিধি রাখা হয়। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, ‘সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির কমিটিসহ অঙ্গসংগঠনের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। ঘটনাটি নিয়ে দল থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে কমিটির দায়িত্বপ্রাপ্তরা প্রতিবেদন জমা দেবেন। এরপর জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *