• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সড়কেই শুকাতে দিল সয়াবিন, মোটরসাইকেল পিছলে প্রাণ গেলো কৃষি কর্মকর্তার রামগঞ্জ সাংবাদিক ইউনিয়নের ত্রিবার্ষিক কমিটি গঠন মুকুল সভাপতি,জাকির সম্পাদক, জাবেদ সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপুরের গৃহবধূর শরীরে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে নিজের শরীর জ্বলছে দেয় পাষণ্ড স্বামী ৩নং দালাল বাজার ইউনিয়ন বিএনপির তূণমূলের নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ লক্ষ্মীপুরে বিআরটিএ বাড়তি টাকা আদায়ের সত্যতা পেয়েছে দুদক পরিচয় মেলেনি সেই নবজাতকের, বেড়ে উঠবে শিশু নিবাসে রামগঞ্জে মোরশেদ ব্রিকসের মাটি দিয়ে ব্রিজের মুখ ভরাট, ক্ষুব্ধ এলাকাবাসী সয়াবিন লুট ঠেকাতে রায়পুরে এএসপির নেতৃত্বে সচেতনতামূলক মহড়া রায়পুরে বই মেলায় উপচে পড়া ভিড়, পাঠককুলে বইছে হৃদয়ের জয়গান, লক্ষ্মীপুরের রামগতিতে বেবিলন-২ জাতের ধানে বাম্পার ফলন

জিআই পন্য হিসেবে স্বীকৃতি পেল ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা

Reporter Name / ২৩৯ Time View
Update : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: এবার বিশ্ব মঞ্চে ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জি আই পন্য হিসেবে স্বীকৃতি পেল। আজ নতুন করে মুক্তাগাছার মন্ডা সহ বাংলাদেশের চারটি পন্য ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি পেয়েছে।

শিল্প মন্ত্রণালয়েরর আওতাধীন পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT) নতুন চারটি পন্যের ভৌগোলিক নির্দেশক(GI) ইস্যু সনদ করেন।

ভৌগোলিক নির্দেশক (GI) হচ্ছে কোনো সামগ্ৰীর ব্যবহার করা বিশেষ নাম বা চিহ্ন। এই নাম বা চিহ্ন নিৰ্দিষ্ট সামগ্ৰীর ভৌগোলিক অবস্থিতি বা উৎস (যেমন একটি দেশ, অঞ্চল বা শহর) অনুসারে নিৰ্ধারণ করা হয়। ভৌগোলিক স্বীকৃতিপ্রাপ্ত সামগ্ৰী নিৰ্দিষ্ট গুণগত মানদণ্ড বা নিৰ্দিষ্ট প্ৰস্তুত প্ৰণালী অথবা বিশেষত্ব নিশ্চিত করে। ভৌগোলিক স্বীকৃতিপ্রাপ্ত বিভিন্ন সামগ্ৰী নিৰ্দিষ্ট অঞ্চলটিতে বাণিজ্যিকভাবে উৎপাদন করার অধিকার এবং আইনি সুরক্ষা প্ৰদান করে।

বাংলাদেশের চতুর্থ ভৌগলিক নির্দেশক হিসেবে ৬ ফেব্রুয়ারি বিজয়পুরের সাদা মাটি নিবন্ধিত হয়েছিল এবং ১৭ই জুন ২০২১ সালে এর সনদ ইস্যু করা হয়। আজ দেশের ২৬ তম ভৌগোলিক নির্দেশক হিসেবে ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা সেই তালিকায় অন্তর্ভুক্ত হলো।

মুক্তাগাছার মন্ডাসহ আরও যে তিনটি বাংলাদেশের পন্য জি আই স্বীকৃতি পেয়েছে সেগুলো হলো মৌলভীবাজারের আগড়, মৌলভীবাজারের আগড় আতর এবং রংপুরে হাড়িভাঙা আম।

এছাড়াও এ সপ্তাহে আরও যে দুটি বাংলাদেশের পন্য ভৌগোলিক নির্দেশক বা জি আই স্বীকৃতি পাবে তার মধ্যে একটি হলো জামালপুরের নকশীকাঁথা এবং অপরটি যশোরের খেজুরের গুড়।

গত ৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে নানা বিতর্কের মধ্য দিয়ে দেশের ২২ তম জি আই পন্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল টাঙ্গাইলের শাড়ি। সেই ২২ টি ভৌগোলিক নির্দেশক পন্যের সাথে আজকে আরও ৪টি যুক্ত হয়েছে বর্তমানে জি আই পন্যের সংখ্যা দাঁড়িয়ে ২৬ টি। আগামী সপ্তাহে বাকী দুইটি পন্য যুক্ত হলে সেটি সংখ্যায় ২৮ এ গিয়ে দাঁড়াবে।

বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ১৭ নভেম্বর ২০১৬ সালে জামদানি স্বীকৃতি পায়।

১৭ আগস্ট ২০১৭ পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে বাংলাদেশী পণ্য হিসাবে বিশ্ব স্বীকৃতি অর্জনের কথা ঘোষণা করে। এর ফলে ইলিশ বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়।

২৭ জানুয়ারি ২০১৯ তারিখে খিরসাপাত আমকে বাংলাদেশের ৩য় ভৌগোলিক নির্দেশক পণ্য (খাদ্যদ্রব্য) হিসেবে ঘোষণা করা হয়।

২০২০ সালের ২৮ ডিসেম্বর মসলিনকে বাংলাদেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য বলে স্বীকৃতি দেওয়া হয়।

২০২১ সালের ২৬ এপ্রিল রাজশাহী সিল্ককে ৫ম, রংপুরের ৭০০ বছরের ঐতিহ্যের ধারক বাহক শতরঞ্জিকে ৬ষ্ট, চিনিগুঁড়া চালকে ৭ম, দিনাজপুরের কাটারিভোগকে ৮ম এবং বিজয়পুরের সাদা মাটিকে ৯ম জিআই পণ্য বলে স্বীকৃতি দেওয়া হয়।

২০২২ সালের ২৪ এপ্রিল বাগদা চিংড়িকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বলে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ দেওয়া হয়। এটি বাংলাদেশের দশম জিআই পন্য।

রাজশাহীর বিখ্যাত ফজলি আম ( ১১ তম জিআই পণ্য,২০২২)

২০২৩ সালের ৫ই জুলাই আরোও ৪টি পণ্যকে জি আই পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। পণ্যগুলা যথাক্রমে, বগুড়ার বিখ্যাত দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম ও চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম।

১৬ তম জি আই পণ্যের স্বীকৃতি পায় বাংলাদেশের সিলেটের শীতলপাটি।(২০ জুলাই ২০২৩)

১৭ তম জি আই পণ্যের স্বীকৃতি পায়- নাটোরের কাঁচাগোল্লা। (৮ আগস্ট ২০২৩)

৯ জানুয়ারি ২০২৪ জি আই পণ্য হিসেবে টাংগাইলের চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল কে স্বীকৃতি দেয়া হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd