স্টাফ রিপোর্টার:
রামগতি উপজেলায় চর আলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামের ৩ নং ওয়ার্ড এর ডাকাত সর্দার আকবর (মাঝি)দেশীয় অস্ত্রসহ আটক করেন সেনাবাহিনী। শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে তার নিজ বাড়ি থেকে আটক হয়।
তথ্য সূত্রে জানা যায় সে কয়েকটি ( অস্ত্র,হত্যা,ও অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি) মামলা-র আসামী হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।