রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
রায়পুরে প্রবাসীর পেঁপে চাষে তাক লাগায়ে উদ্বুদ্ধ করলেন অন্যান্য চাষীদের
আবু মুসা মোহন রায়পুর প্রতিনিধি-: সৌখিনতা থেকেই শুরু, এখন তা রীতিমতো উদাহরণ। দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে দেশে ফিরে রায়পুরে তিন নং চর মোহনায় ১ নং ওয়ার্ডে নিজ গ্রামে গড়ে তুলেছেন এক দৃষ্টিনন্দন পেঁপে ক্ষেত—যার উদ্যোক্তা প্রবাসী মারুফ হোসেন।
গ্রামের এক চাষাবাদ-অভিজ্ঞহীন তরুণ কীভাবে সৌখিনতা থেকে বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় কৃষি খাতে যুক্ত হলেন, সেটাই এখন স্থানীয়দের আলোচনার বিষয়। আধুনিক পদ্ধতিতে সাজানো ক্ষেতজুড়ে সারি সারি পেঁপে গাছ।
মারুফ জানান, “বিদেশে থাকার সময় ইউটিউব আর ফেসবুকে পেঁপে চাষের ভিডিও দেখে আগ্রহ জন্মায়। দেশে ফিরে এক একর জমিতে শুরু করি এই ক্ষেত। এখন প্রতিদিনই কেউ না কেউ দেখতে আসেন।”
তাঁর এই উদ্যোগ স্থানীয় তরুণদের মধ্যেও উৎসাহ ছড়িয়ে দিচ্ছে। কৃষি কর্মকর্তারাও বলছেন, পরিকল্পিতভাবে পেঁপে চাষ করলে অল্প খরচে ভালো লাভ করা সম্ভব, এবং মারুফ তার সফল উদাহরণ।