• শনিবার, ১৭ মে ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নোয়াখালীতে বিয়ের আসর থেকে বরসহ আটক-২ লক্ষ্মীপুরে ভাড়াটিয়ার কাছে চাঁদা না পেয়ে ভাড়া বাড়িতে আগুন, থানায় মামলা কমলনগরে আওয়ামী লীগ নেতা বিএনপি’র কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী! অভিযুক্তের জবাব “আ’লীগে ভর্তি রাখলেও ক্লাস করিনি”! দেশ নিয়ে যড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে : এ্যানী চৌধুরী বজ্রপাত যেন কৃষকের প্রাণহানির আরেক নাম: প্রতিরোধে দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা চাঁদা না দেওয়ায় গাভী আটক, বাছুর নিয়ে আদালতে গৃহবধু রায়পুরে জেলেদের জন্য প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ লক্ষ্মীপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ২৪ জন কমলনগরে মাদক সেবনে বাঁধা দেয়ায় ৪ যুবককে পিটিয়ে আহত লক্ষীপুর কমলনগর শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে ভাড়াটিয়ার কাছে চাঁদা না পেয়ে ভাড়া বাড়িতে আগুন, থানায় মামলা

Reporter Name / ৮১ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে ভাড়াটিয়ার কাছে দাবী কৃত চাঁদা না পেয়ে ভাড়া বাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা । এতে ভাড়াটিয়ার ১০ লক্ষ টাকা এবং বাড়ির মালিকের পাঁচ লক্ষ টাকা সহ মোট ১৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে । এ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত আসামী শিহাব এখনো পুলিশের ধরা ছোঁয়ার বাহিরে । ঘটনাটি ঘটেছে লক্ষীপুর পৌরসভায় ১২ নং ওয়ার্ডের আবীরনগর গ্রামের আয়েশা মঞ্জিলে ।

ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক এ এইচ তারেক মাহমুদ জানান , তাঁর পার্শ্ববর্তী স্থানীয় মজিদ মাস্টার বাড়ির মঞ্জুর ছেলে প্লাবন দেওয়ান ও তার সহযোগী বাঞ্ছনগর গ্রামের, জেবি রোডের, বেপারী বাড়ির জসিমের ছেলে শিহাব, তার ভাড়াটিয়া কবিরাজ মো: ইউসুফ আলীর কাছে গত ৫ মার্চ এক লক্ষ টাকা চাঁদা দাবী করে । কবিরাজ ইউসুফ মুখের উপরে নিষেধ করে দেওয়ায় , অভিযুক্ত দুইজনসহ আরো অজ্ঞাতনামা ব্যক্তিরা ৬ মার্চ রাত আটটায় ভাড়াটিয়া ইউসুফ এশার নামাজ ও তারাবি নামাজ পড়তে মসজিদে গেলে এ সুযোগে ভাড়াটিয়ার ভাড়া ঘরে পূর্ব পরিকল্পনা মতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় । এতে ভাড়াটিয়ার ফ্রিজ , টিভি, ফ্যান, স্টিলের আলমারি , খাট , ওয়ারড্রব, ডাইনিং টেবিল চেয়ার সহ মূল্যবান আসবাবপত্র, বিভিন্ন দলিল দস্তাবেজ পুড়ে ছাঁই হয়ে যায় । একই সময়ে আগুনে ফ্ল্যাটের ওয়াল, বাড়ির চাদ পুড়ে ফেটে গিয়ে মেয়াদহীন হয়ে যায়। দরজা জানালা, ইলেকট্রিক জিনিসপত্র, পানির পাইপ লাইন সহ বাসা যাবতীয় মূল্যমান সরঞ্জামাদিপুড়ে আরো ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় । বাড়ির অন্যান্য ভাড়াটিয়ার মাধ্যমে খবর পেয়ে তিনি ফায়ার সার্ভিসকে অবহিত করলে , লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের গাড়ি এসে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলে । ততক্ষণে উল্লেখিত মাল পুড়ে ১৫ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায় ।
তবে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা জানান, আগুনে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে এবং ১৫ লক্ষ টাকার মালামাল আগুনের পোড়ার কবল থেকে উদ্ধার করা হয়েছে ।
এই ঘটনার তদন্ত শেষে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ ১৫ দিন পর একুশে মার্চ মামলা নং ৬০ রুজু করলেও এজাহার নামীয় আসামি মোঃ শিহাব পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় । মামলার প্রধান আসামি প্লাবন দেওয়ান গ্রেপ্তার হলেও এক সপ্তাহ পর অজ্ঞাত কারণে জামিনে বেরিয়ে আসে ।
স্থানীয়রা জানায়, প্লাবন দেওয়ান পেশায় একজন বাস হেলপার হলেও বেশীরভাগ সময় সে মাদকাসক্ত থাকে । মাদক সেবনের টাকা জোগাড় করতে গিয়ে এলাকায় চুরি ছিনতাই ও চাঁদাবাজি করেই চলছে তার জীবন । তার এই কাজের জন্য বিভিন্ন এলাকার উঠতি বয়সী কিশোরদের সে ব্যবহার করছে । এসব কিশোর গ্যাংয়ের ভয়ে স্থানীয়রা সবসময় ভীত সন্ত্রস্থ থাকেন । প্লাবন দেওয়ান ও তার কিশোর গ্যাংয়ের চুরি ডাকাতির ভয়ে আববিরনগর ও আশপাশ এলাকার মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd